মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন কোরবানপুর গ্রামে গাছের ডালে গলায় ফাঁস দেয়া ঝুলন্ত অবস্থায় এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার বেলা সাড়ে ১১টায় বাঙ্গরা বাজার থানা পুলিশ এই লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল (মর্গে) প্রেরণ করে।

নিহত গৃহবধূ নাইমা আক্তার(২৮) উপজেলার কোরবানপুর গ্রামের মহসিন মিয়ার স্ত্রী ও বি-বাড়ীয়া জেলার নাসিরনগর উপজেলার ঘেঠা গ্রামের মান্নাফ মিয়ার মেয়ে।

বাঙ্গরা বাজার থানার এসআই কৃষ্ণ মোহন জানায়, মুরাদনগর উপজেলার কোরবানপুর গ্রামের মহসিন মিয়ার স্ত্রী নাইমা আক্তার বৃহস্পতিবার রাতে তার স্বামী সন্তানদের নিয়ে ঘরে ঘুমাতে চলে যান। রাতের কোন এক সময় তার স্বামীর অগোচরে ঘর থেকে কিছু দুরে খালেরপাড়ে একটি গাছে ফাঁসি দিয়ে আত্মহত্যা করেন।

নিহতের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তার পরিবারের সদস্যদেরও কোন অভিযোগ নেই। তবুও এই মৃত্যুর পেছনে অন্য কোন কারণ আছে কিনা, কি কারনে আত্মহত্যা করতে পারে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। সাংসারিক জীবনে তাদের ২বছর ও ৫বছরের দুটি ছেলে সন্তান রয়েছে।

সূত্রঃ কুমিল্লা এসডি নিউজ ২৪ (আরিফ গাজী)

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *